অনেকেই বিষয়টি জানেন-আবার অনেকেই জানেন না, আসলে ব্যাপারটি হলো বেশীরভাগ লোকই নিজের প্রাইভেসি রক্ষা করতে চান। তবে বর্তমানে যাদের টিএনটি ফোন আছে- তাদের নাম,এড্রেস যে কেউ বের করতে পারছে যা প্রাইভেসির জন্য হুমকি স্বরুপ। তবে সামান্য কস্ট স্বীকার করলে এই মাধ্যম থেকে প্রাইভেসি রক্ষা করা সম্ভব।
আসুন আগে জেনে নেই কিভাবে টিএনটি ফোন নাম্বার ব্যবহার করে যারা এ ব্যাপারে সচেতন নয় বা বিষয়টি জানেন না তাদের নাম এবং এড্রেস বের করতে হয়। কারণ, না-জানলে তা রোধ করা সম্ভব নয়।
প্রথমেই এই লিংকে ক্লিক করুন।
নিচের মত একটি উইন্ডো আসবে

লগ ইনে ক্লিক করুন।

উপরের মত উইন্ডো আসবে। আপনি যে নম্বরের এড্রেস বের করতে চান এরিয়া কোডসহ সেই নম্বরটি ইউজার নেম এ বসান। আর পাসওয়ার্ড এর স্থানে সেই নম্বরটিই ( এরিয়া কোডসহ ) কপি করে বসান। (যেমন, ০১২১৭২০৮**/ পাসওয়ার্ড ০১২১৭২০৮**) এরপর লগ-ইন বাটনে ক্লিক করুন।
আসবে নিচের মত উইন্ডো

এখন PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।
এরপর আসবে

VIEW PAYMENT STATUS এ ক্লিক করুন।
এখন নিচের মত উইন্ডো আসবে

এবার ফরম অপশনে 01/2008 To 01/2009 তারিখ বসান এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার দেখুন কাঙ্খিত ইনফরমেশন।

এবার আসুন জেনে নেই অন্য কেউ যেন আপনার ইনফরমেশন জানতে না-পারে সেই অপশনটি।
এটি খুব সহজ। শুধু পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন। ব্যাস, তাহলেই হয়ে গেল। পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে, এই পদ্ধতিতে আপনার আর এড্রেস বের করা যাবে না।
আসুন আগে জেনে নেই কিভাবে টিএনটি ফোন নাম্বার ব্যবহার করে যারা এ ব্যাপারে সচেতন নয় বা বিষয়টি জানেন না তাদের নাম এবং এড্রেস বের করতে হয়। কারণ, না-জানলে তা রোধ করা সম্ভব নয়।
প্রথমেই এই লিংকে ক্লিক করুন।
নিচের মত একটি উইন্ডো আসবে
লগ ইনে ক্লিক করুন।
উপরের মত উইন্ডো আসবে। আপনি যে নম্বরের এড্রেস বের করতে চান এরিয়া কোডসহ সেই নম্বরটি ইউজার নেম এ বসান। আর পাসওয়ার্ড এর স্থানে সেই নম্বরটিই ( এরিয়া কোডসহ ) কপি করে বসান। (যেমন, ০১২১৭২০৮**/ পাসওয়ার্ড ০১২১৭২০৮**) এরপর লগ-ইন বাটনে ক্লিক করুন।
আসবে নিচের মত উইন্ডো
এখন PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।
এরপর আসবে
VIEW PAYMENT STATUS এ ক্লিক করুন।
এখন নিচের মত উইন্ডো আসবে
এবার ফরম অপশনে 01/2008 To 01/2009 তারিখ বসান এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার দেখুন কাঙ্খিত ইনফরমেশন।
এবার আসুন জেনে নেই অন্য কেউ যেন আপনার ইনফরমেশন জানতে না-পারে সেই অপশনটি।
এটি খুব সহজ। শুধু পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন। ব্যাস, তাহলেই হয়ে গেল। পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে, এই পদ্ধতিতে আপনার আর এড্রেস বের করা যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন