পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করছে গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউ দ্বারা পথঘাট, গাছপালাসহ সবকিছুকেই যেন জীবন্ত পাওয়া যায়। সম্প্রতি গুগল ম্যাপস অ্যান্টার্কটিকাকে স্টিট ভিউয়ের আওতায় এনেছে। ভার্চুয়ালি ঘুরে দেখতে http://maps.google.com-এ গিয়ে Antarctica লিখে সার্চ দিন, স্ট্রিট ভিউতে যান এবং ঘুরে বেড়ান অ্যান্টার্কটিকার বরফের দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন