সোমবার, ১১ অক্টোবর, ২০১০

“নিজের মোবাইল স্ক্রীনেই এবার নিজের নম্বর দেখুন”

আমরা সবাই মোটামুটি একের অধিক সিম কার্ড ব্যবহার করি ;) । এজন্য প্রায়ই এদের নম্বর মনে রাখা কস্ট হয়ে যায় :-/ । এখন আমি আপনাদের এমন একটি নিয়ম শিখাব যেখানে আপনি সহজেই আপনার নম্বর আপনারই স্ক্রীনে দেখতে পাবেন এবং এজন্য আপনার কোন টাকা ও খরচ হবে না :D । তবে এটা শুধু গ্রামীনফোন গ্রাহকদের জন্য।

প্রথম ধাপঃ প্রথমে *111# লিখে সেন্ড বাটনে ক্লিক করুন :-B
দ্বিতীয় ধাপঃ এবার আপনি স্ক্রীনে নিচের অপশন দেখতে পাবেন :-?
1. Call Block
2. Mobile Service
3. Infotainment
4. Recharge
5. Roaming
6. New Offer
7. Product & Promotion
8. Account Info
তৃতীয় ধাপঃ এবার Answer কী তে 8 লিখে সেন্ড করুন :-w
চতুর্থ ধাপঃ এবার আপনি নিচের অপশন দেখতে পাবেন।
1. Account Status
2. My Phone No
3. How to Check Balance
4. Priority Status
0. Back
পঞ্ছম ধাপঃ এবার Answer কী তে 2 লিখে সেন্ড করুন kkkkk
ষষ্ঠ ধাপঃ =)) এবার স্ক্রীনে আপনি আপনার নম্বর দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন