মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০

যে কোনো মোবাইল ফোনে বাংলায় ব্লগ পড়ুন

যদি আপনার মোবাইল ফোন-এ থাকে ইন্টারনেট এর সংযোগ এবং যদি তা হয়ে থাকে opera mini supported, তবে Bangla blog ব্লগ এখন আপনার হাতের মুঠোয়, তাও আবার সম্পূর্ণই আমাদের মাতৃভাষায়।
এবার বলছি এর সেটিংসঃ
১ - প্রথমে অপেরা মিনি download করে নিন। (যদি আপনার মোবাইলে থেকে না থাকে!)
ডাউনলোড লিঙ্ক- মোবাইলের ব্রাউসার থেকে - mini.opera.com
২ - opera mini চালু করে "Enter Address" এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপ করুন about:config অথবা opera:config
৩ - এখন যে পেজটি আসবে, এর ৩য় optionটি তথা
"use bitmap font for complex script" optionটি Yes করুন।
(শুরুর সময় এটি No করা থাকে)
৪ - পেজের নিচে দিয়ে Save করুন।
 :)ব্যস, হয়ে গেল  
Enter address এ টাইপ করুন http://dhanshiri99.blogspot.comএবং/ বাংলায় blog ব্লগ পড়ুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন