সোমবার, ১১ অক্টোবর, ২০১০

সহজে ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করুন যেকনো সফটওয়্যার ছাড়া

এই পদ্ধতি টি অনেকের জানা থাকতে পারে। তবুও যারা জানেন না তাদের জন্য লিখছি।
Facebook,youtube কিংবা অন্য কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে চাইলে প্রথমে ভিডিও টি চালান।সাধারণত ২০ থেকে ২৫ kbps স্পীড হলে দ্রুত দেখতে পারবেন।এর কম হলে চিন্তার কারন নেই একটু সময় লাগবে।আপনি ভিডিও পেইজ টি ওপেন রেখে অন্য কাজ করতে থাকুন।এক সময় চলতে চলতে ভিডিও টি যখন শেষ হবে তখন শুরু হবে আপনার কাজ।প্রথমে hidden file show করুন।
Virus এর কারনে যারা hidden file show করতে পারেন না তারা একটু অপেক্ষা করুন ।
যারা firefox ব্যবহার করেন আপনার C ড্রাইভ থেকে নিচের location এ যান।
Documents and Settings> ADMIN (your Admin login)> Local Settings >Application Data> Mozilla> Firefox >profile>olc2trn2.defult(for 3.5)/something other like this.defult(for other version)>cache
এখানে ভিউ অপশন এ details দিলে দেখবেন বেশ বড় আকারের একটি ফাইল।
এটি কপি করে rename করুন filename.flv
এটি আপনার সেই ভিডিও।cache folder এর short cut রাখুন desktop এ।
এর পর থেকে shourt cut ক্লিক করে চলে আস্তে পারবেন cache এ।নতুন করে ঝামেলা করতে হবেনা।
যারা internetexplorer ব্যবহার করেন
Tools> internet options> settings> view files এ যান।এখানে ফাইল টি পাবেন।
যারা chrome বা অন্য browser use করেন
C:\Documents and Settings\user name\Local Settings\Application Data\Google\Chrome\User Data\Default\Cache
যাদের flv player নেই তারা ডাউনলোড করুনঃ
http://www.applian.com/flvplayer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন