রবিবার, ৩১ অক্টোবর, ২০১০

মোবাইল ফোনের ফ্যাক্টরি মোড

মোবাইল ফোনের অনেক অপশন আছে, যেগুলো আমাদের মত সাধারন মানুষের নাগালের বাইরে থেকে যায়। আমি কিছুদিন আগে যখন আমার নতুন মোবাইলের জন্য সফটয়্যর খুজছিলাম, তখন এই জিনিষটা খুজে পাই।
এবার মুল বিষয়ে আসা যাক। অনেক সময় আমাদের মোবাইল ফোনে সমস্যা হলে আমারা বুঝতে পারি না যে সমস্যা হার্ডওয়্যার না সফটয়্যার এর। এরপর মেকানিকের কাছে নিলে সে মোটামুটি আবোল তাবোল করে নিজের ইনকাম এর ব্যাবস্থা করে নেয়। এসব ক্ষেত্রে ফ্যাক্টরি মোড কাজে লাগে। এটি মোবাইল ফোনের এমন একটি অপশন, যেখান থেকে আমরা ফোনের সব পার্টস নিজে চেক করতে পারি। ফ্যাক্টরি মোড এ গেলে প্রথমত, মোবাইল ফোনের সফটয়্যার ভার্সন দেখা যায়। মোবাইলটি কবে, কখন তৈরী হয়েছে তা দেখা যায়। কখনো রিপেয়ার করা হলে তা দেখা যায় , তবে আমাদের জন্য যেটা সবথেকে দরকার সেটি হলোঃ
এখানে সব হার্ডওয়্যার চেক করা যায় কোনো পরশ্রম ছাড়াই। এখানে লাউড স্পিকার থেকে শুরু করে নেটওয়ার্ক রিসিভার পর্যন্ত সব চেক করা যায়। মোবাইল ফোনের ফ্যাক্টরি মোড কনফার্ম কোডটি চাপলেই এখানে যাওয়া যায়।
এখন প্রশ্ন হলো এই কোড কোথায় পাওয়া যাবে? আমি এখানে কয়েকটি পরিচিত কোম্পানি ও মডেল এর জন্য কোড দিয়ে দিলামঃ
সনি এরিকসন   >*<<*<*       (এখানে < আর > দিয়ে যথাক্রমে বাম ও ডান বোঝানো হয়েছে)
ফিলিপস      *#৯৮৭#
বেন কিউ   *০১৭৬৩*৪৭৬#
ম্যাক্সিমাস    *#৬৬*#
আই মোবাইল  ১০০     #*৮৮৮#
(আই মোবাইল এ সফটয়্যার ভার্সন চেক এর অপশনটাই এই কাজে সহায়তা করে )
আমি এখানে কয়েকটি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখান থেকে অন্য অনেক টিপস পাওয়া যাবে। তবে যেকোন কোড ব্যবহারের আগে সাবধান হোন, ভুল ব্যবহার আপনার  মোবাইলকে পাগলা গারদে পাথাবার ব্যবস্থা করতে পারে, যার সমাধান একমাত্র “ফোন রিসেট”
সকল চাইনিজ মোবাইলের জন্য
কয়েকটি চেনা মডেল
সাজেম
নোকিয়া
উপরের লিঙ্কগুলোতে যদি না পাওয়া যায় তাহলে আপনার মোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানি এর নাম এর সাথে সিক্রেট কোড লিখে সার্চ দিন। আশা করা যায় ইন্টারনেট আপনাকে  হতাশ করবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন