আমরা অধিকাংশ লোকই হয়ত এক্সপি উইন্ডোজ ইউজ করি। আমার কাছে ভিসতা উইন্ডোজকে একেবারেই বাজে মনে হয়। সেজন্য এটাকে ইউজ করি না। কিছুদিন আগে ইন্টারনেটে দেখলাম উইন্ডোজ এক্সপির মুল্য ১৫০ ডলার। আমার কম্পিউটার কিনেছি ৩২০ গিগা হার্ডিক্স ও ২ গিগা র্যাম ও গিগাবাইট মাদারবোর্ড দিয়ে মাত্র ২৫০ ডলার দিয়ে।
তার মানে খাজনার চেয়ে বাজনাই বেশী। একটা কম্পিউটার কিনতে গেলেই আমাদের মত একজন ছাত্রের অনেক কাঠখড়ি পোড়াতে হয়। আর যদি অরিজিনাল উইন্ডোজ কেনা লাগত তাহলে তো সেটা আরও সাধ্যাতীত ব্যাপার। আমরা বিভিন্ন দেশের হাজার হাজার ছাত্র এক জায়গায় থাকি সেজন্য আমাদের উইন্ডোজের অভাব হয়না। আমরা উইন্ডোজগুলোকে মুল্যবান মনে করি না। কথায় আছে- ফ্রী পেলে নাকি তার দাম থাকে না। বিভিন্ন জনের কাছ থেকে আমরা ফ্রীতে কপি করে নিতে পারি। সেগুলোর অধিকাংশই ডুপ্লিকেট উইন্ডোজ।
ডুপ্লিকেট উইন্ডোজ ইউজ করলে মাইক্রোসফট কোম্পানী থেকে বিভিন্ন সার্ভিস পাওয়া যায় না। তাদের বিভিন্ন সার্ভিস নিতে হলে অরিজিনাল উইন্ডোজ ইউজ করার বিকল্প নেই। তাহলে, আমাদের কি ১৫০ ডলার দিয়ে উইন্ডোজ কেনা লাগবে?
না কেনার কোন দরকার নেই। আপনার কাছে যে উইন্ডোজ আছে সেটাই সেট আপ দেন। আর যখন সিরিয়াল নং দিতে বলবে তখন V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J সিরিয়াল নং সেখানে ব্যবহার করবেন।
বাস, আপনার উইন্ডোজ এখন আর ডুপ্লিকেট না। এটা এখন অরিজিনাল। এছাড়া উইন্ডোজ সেট আপ দেয়া ছাড়াও এটাকে অরিজিনাল করতে পারবেন। তখন আপনার কাজ হবে নিচের ফাইল "উইন্ডোজ এক্সপি এক্টিভেটর" ডাউনলোড করে সেটাকে ইন্সটল করা। ইন্সটল করার পর কম্পিউটার রিস্টার্ট দিলেই আপনার উইন্ডোজটা অরিজিনাল হয়ে যাবে। এখনই চেষ্টা করে দেখতে পারেন।
উইন্ডোজ এক্সপি এক্টিভেটর
http://www.box.net/shared/2igvb1ahag
আপনি আগামীতে যখনই উইন্ডোজ সেট আপ করবেন তখন উপরের সিরিয়াল নং ব্যবহার করবেন।
আর যদি সেট আপ ছাড়াই উইন্ডোজকে অরিজিনাল করতে চান তাহলে, "উইন্ডোজ এক্সপি এক্টিভেটর" কে নরমাল ইন্সটল করে কম্পিউটার রিস্টার্ট দিলেই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন