সহজেই লেখার (Text) ডিজাইন করা
যারা ফটোশপ ভালভাবে পারেন না তারা চাইলে অনলাইনেই যেকোন লেখাকে ৫০টিরও বেশী নির্ধারিত ডিজাইনে পেতে পারেন। এজন্য http://glowtxt.com/ সাইটে গিয়ে বাম পাশে থেকে পছন্দের ডিজাইন এবং আনুসঙ্গিক বিষয় নির্বাচন করে ডানে টেক্সট বক্সে লিখে Make text বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লেখার ডিজাইন তৈরী হবে। এটি ইমেজ বা এ্যনিমেশনরুপে ডাউনলোড বা লিংক হিসাবেও ব্যবহার করা যাবে। আর ডিজাইন পরিবর্তন করতে চাইলে নিচের নমূনা থেকে পছন্দেরটি নির্বাচন করলেই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন