বর্তমানে ইন্টারনেটে চ্যাট করা একটি জনপ্রিয় যোগাযোগের মাধ্যম। আর চ্যাট করতে কম্পিউটারে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সফটওয়্যার (ইনস্ট্যান্ট মেসেঞ্জার) ইনস্টল থাকতে হয় বা অনলাইনেও করা যায়। সাধারণত একটি মেসেঞ্জারে অন্য মেসেঞ্জারের ব্যবহারকারীর পরিচয় (আইডি) সমর্থন করে না।
তবে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারে অন্য মেসেঞ্জারের ই-মেইল যেমন, জিমেইল, ইয়াহু বা নিজস্ব ডোমেইন ইত্যাদি ব্যবহারে চ্যাট করা যাবে। এ জন্য www.passport.net সাইটে গিয়ে Use an e-mail address you already have-এর Get started now-এ ক্লিক করুন। এবার Create credentials এ ই-মেইল ঠিকানা, গোপন নম্বর (ই-মেইলের মূল গোপন নম্বর দেওয়া জরুরি নয়। এই গোপন নম্বর দিয়ে লাইভ মেসেঞ্জারে লগইন করতে হবে), নিরাপত্তা প্রশ্ন-উত্তর, ক্যাপচার দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
এখন পরবর্তী পেইজে ই-মেইল ঠিকানার ডান পাশের বক্সে একই ই-মেইল ঠিকানা লিখে Accept-এ ক্লিক করুন। এবার ই-মেইল খুলে Verify the email address for your Windows Live ID হেডারের মেইলে Use this link to verify your account: এর লিংকে ক্লিক করে Finish করুন। এখন থেকে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারে ঢুকতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন