ব্লগে নতুন-পুরাতন অনেক ব্লগার আছেন যারা ব্লগের অনেক খুটিনাটি বিষয় জানেন না। কিন্তু, তাদের শেখার ইচ্ছে আছে। তাদের জন্যই এই ব্লগ টিউটোরিয়াল সিরিজ। অনেকেই হয়তো বিষয়গুলো জানেন। যারা জানেন না তারা যেন খুব সহজেই শিখতে পারেন, সেজন্য চেস্টা থাকবে বিষয়বস্তু যতটা সম্ভব বিস্তারিত ও সহজ করা যায়।
কিভাবে স্ক্রিনশট দিবেন:
এই পক্রিয়ায় আপনি আরও জানতে পারবেন কিভাবে পোস্ট/মন্তব্যে ছবি যুক্ত করতে হয়, কিভাবে লেখা ও ছবিতে লিংক জুড়তে হয়।
১। প্রতিটি কী-বোর্ডের সাধারণত ডান দিকে উপরে "prt sc" বা "প্রিন্ট স্ক্রিন" নামক একটি বাটন থাকে। উপরের ছবিতে দেখানো হলো। এই বাটনে চাপ দেয়ার সাথে সাথেই আপনার সামনে যে স্ক্রিনটি খোলা আছে তার একটি ইমেইজ আপনার র্যামে কপি হয়ে যাবে। (অনেকের ল্যাপটপে, বিশেষ করে এইচপি / কমপেক ব্রান্ডে একটি fn বা ফাংশন বাটন আছে। fn বাটনটি চেপে ধরে prt sc বাটনে চাপলে prt sc এর কাজ হয়। এটি অনেকটা প্রচলিত Shift বাটনের মত কাজ করে।)
২। Programs >> Accessories >> Paint
এখন (1)স্টার্ট ম্যানুর প্রোগ্রাম থেকে (2)এক্সেসরিজ এবং সেখান থেকে (3) পেইন্ট / এমএস পেইন্ট প্রোগ্রামটি চালু করুন। ছবিতে দেখুন।
৩। পেইন্ট প্রোগ্রামটি খুললে সেখানে ctrl+v চাপুন। ctrl+v মানে, কীবোর্ডের নিচের বাম দিকের কিংবা ডান দিকে ctrl বা কন্ট্রোল বাটন এবং এই বাটনটি চেপে ধরে v বাটন চাপা।
৪। এখন আপনি পুরো স্ক্রিনটাই ইমেইজ হিসেবে দেখতে পারবেন। যদি, নির্দিষ্ট একটা অংশ এখান থেকে স্ক্রিনশট হিসেবে দিতে চান, তাহলে সিলেক্ট বাটন চেপে সেই অংশটি সিলেক্ট করে নিন। এবার, ctrl+c চাপুন। এই সিলেক্টটেড অংশটি র্যামে কপি হয়ে গেলো।
৫। ২ ও ৩ নং ধাপটি রিপিট করুন।
৬। এখন পেইন্টের ডানের নিচের কর্ণারে স্ক্রল করলে এই ছবিটির মত দেখতে পাবেন। যার উপর মাউন নিলে ইমেইজ এরিয়া ছোট বড় করতে পারবেন। এরিয়া ছোট করে আপনার কাঙ্খিত সাইজে নিয়ে আসুন।
৭। ফাইলটি jpg / jpeg ফরমেটে সেইভ করুন।
৮। পোস্টের ক্ষেত্রে "Add File to Post" এবং মন্তব্যের ক্ষেত্রে "ছবি যুক্ত করুন" বাটনে চাপুন।
৯। নতুন একটি উইন্ডো খুলবে যাতে আপনি "Upload Panel" বাটন দেখবেন। এই বাটনে চাপ দিলে Browse এবং upload বাটন দেখতে পাবেন।
১০। Browse বাটনে চেপে যে ছবিটি আপলোড করতে চাইছেন তা আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে দিন।
১১। Upload বাটন চাপুন। ছবি Upload হলে ছবির উপর ক্লিক করুন ।
১২। ছবিটির নিচে এখন নতুন একটি বাটন আসবে যাতে লেখা আছে, "Show Code first" । এই বাটনে চাপ দিলে একটি কোড পাবেন।
১৩। এই কোডটি কপি করে মন্তব্যের ঘরে পেস্ট করে, সাবমিট করলেই আপনার কাঙ্খিত ছবিটি প্রকাশ পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন