শনিবার, ১৪ আগস্ট, ২০১০

কম্পিউটারে হ্যাং করা বন্ধ করুন।

বেসিক কম্পিউটার

উইন্ডোজ এক্সপিতে অনেক সময় দেখা যায় অফিস প্রোগাম, উইনএম্প এবং অন্যান্য প্রোগ্রামগুলো চলন্ত অবস্থায় কম্পিউটার হ্যাং হয়ে যায় আর লেখা আসে Not Responding এবং Close বাটন এ ক্লিক করার সাথে সাথে সকল কাজ বন্ধ হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য নিচের নিয়ম অনুসরণ করা যেতে পারে।

১. Start এ ক্লিক করে Run এ ক্লিক করুন (অথবা Win+R একসাথে চাপুন), Open বক্সে regedit টাইপ করে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_CURRENT_USER -> Control Panel -> Desktop এ ক্লিক করুন।
৩. ডানপাশে AutoEndTask এ রাইট ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: 0 এর পরিবর্তে 1 লিখে OK ক্লিক করুন।
৪. এখন থেকে Not Responding গ্রোগ্রামগুলো সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ফলে পিসি হ্যাং হবে না।

<

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন